[caption id="attachment_5345" align="alignnone" width="618"] ১৯ আনসার ব্যাটালিয়নে বৃক্ষরোপন অভিযান উদ্বোধন[/caption]
বগুড়া সংবাদ : রাজশাহী জেলার নওহাটায় ১৯ আনসার ব্যাটালিয়নে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) ১টি ফলজ গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্ভোধন করেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক জনাব কামরুন নাহার (বিএএমএস পিভিএম)।
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সারা দেশে বৃক্ষরোপনের পরিকল্পনা গ্রহন করেছেন।
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ বাহিনীর সকল ইউনিটে (একাডেমি , আনসার ব্যাটালিয়ন , জেলা , উপজেলা ও ক্লাব সমিতি ) বৃক্ষরোপন কর্মসূচিতে মোট ৫০ হাজার গাছের চারা রোপনের নির্দেশনা প্রদান করে। এর অংশ হিসাবে ১৯ আনসার ব্যাটালিয়ন নওহাটা , পবা, রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচিতে উদ্বোধন করা হয় ।
উদ্ভোধনের পর বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট ইউনিটের নিজস্ব জায়গা এবং সরকারি রাস্তার ধারে ফলজ , বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন।
এসময় ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক জনাব আব্দুল মজিদ (পিএএমএস) , রাজশাহী জেলা কমান্ডেন্ট মোঃ রাকিবুল ইসলাম (পিভিএম) , ব্যাটালিয়নের সহকারি পরিচালক জনাব আব্দুল আহাদ , কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ ও আনসার ব্যাটালিয়নের সকল পদবীর সদস্য গন উপস্থিত ছিলেন।