[caption id="attachment_5104" align="alignnone" width="618"] সান্তাহারে কোটা বিরোধী আন্দোলনকারীদের ট্রেন অবরোধ[/caption]
বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে কোটা বিরোধী শিক্ষার্থারী মিছিল সমাবেশ ও ট্রেন অবরোধ করেছে। শিক্ষার্থীদের ট্রেন অবরোধের কারনে সান্তাহার জংশন ষ্টেশনের আউটার সিগনালের নিকট আন্তঃনগর রুপসা এক্সপ্রেস প্রায় দুই ঘন্টা আটকে থাকে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা রেল লাইন থেকে সরে গেলে ট্রেনটি খুলনার উদ্দ্যেশে ছেড়ে যায় ।
বুধবার সকাল ১০টার দিকে সান্তাহার শহর ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক’শ শিক্ষার্থী শহরের বিপি স্কুলের মাঠে এসে জড়ো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল সেখান থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে সান্তাহার সরকারী কলেজ এলাকায় যায়। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা সান্তাহার জংশন ষ্টেশনের রেল গেটে অবস্থান নিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থানে নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। ট্রেন অবরোধের সংবাদ পেয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ’সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নেয়ার জন্য অবরোধকারীদের অনুরোধ করেন। কিন্তু অবরোধকারীরা রেল ল্ইানে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ট্রেনটি আউটার সিগন্যাল এলাকায় আটকে থাকে। পরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের অনুরোধে অবরোধকারীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি ষ্টেশনে আসে এবং দুপুর দুটার দিকে খুলনা অভিমুখে ছেড়ে যায়।