[caption id="attachment_4947" align="alignnone" width="618"] বগুড়া সদর উপজেলায় নারীকর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ[/caption]
বগুড়া সংবাদ :স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসূচী-৩ (আর ইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারীকর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ
বৃহস্পতিবার পরিষদের হলরুমে বগুড়া সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করেন বগুড়া-৬ সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি হিসাবে বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আকতার রেশমী।
উপ সহকারী প্রকৌশলী রেজাউল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিটি অর্গানাইজার একেএম মানেরুল ইসলাম, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম, ফাঁপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান,রাজাপুর ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম খান রাজু, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, শাখারিয়া ইউপি চেয়ারম্যান এনামুল হক রুমিসহ সদর উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ১১ টি ইউনিয়নে মোট ১০৮ জনকে জনপ্রতি ১ লক্ষ ২০ হাজার ৫ শত ৮৬ টাকা করে সর্বমোট ১ কোটি ৩০ লক্ষ ২৩ হাজার ২শত ৮৮ টাকা চেক বিতরণ করা হয়