[caption id="attachment_4944" align="alignnone" width="618"] আজকের শিক্ষার্থীদের ভালো ভাবে পড়াশোনার মাধ্যমে ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে হবে---ইউএনও সদর[/caption]
বগুড়া সংবাদ : আর্তমানবতার মহান সেবক ড.প্রফেসর হারম্যান মেইনার ১৯১৯ সালে ২৩ জুর জন্মগ্রহন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিনতির ফলে বহুগৃহ পরিত্যক্ত ও এতিম শিশুদের তাদের হারানো পারিবারিক পরিবেশের অরুরূপ বিকল্প একটি পারিবারিক পরিবেশে লালন,পালন করার উদ্যোগ নেন প্রফেসর ড. হারম্যান মেইনার। তিনি ১৯৪৯ সনে অষ্ট্রিয়ার ইমস্টে প্রথম এসওএস শিশু পল্লী প্রতিষ্ঠা করেন।বর্তমানে বিশ্বের ৫ টি মহাদেশের ১৩৮ টি দেশে তাঁর প্রতিষ্ঠিত শিশু পল্লীর কার্যক্রম বিন্তৃত। হারম্যান মেইনার এর জন্মদিন উপলক্ষে বিশ্বের ১৩৮ টি দেশে আজ বৃহস্পতিবার একযোগে পালিত হচ্ছে এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী দিবস। তারই ধারাবাহিকতায় বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজ বগুড়ার সপ্তাহব্যাপী সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুণ্ঠানের আয়োজন করে।এ উপলক্ষে চিত্রাঙ্কন হাতের লেখা,কবিতা আবৃতি,উপস্থিত বক্তৃতা,কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় সমাপনী অনুষ্ঠানে এসওএস শিশুপল্লী বগুড়ার পরিচালক আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ শীতল কুমার সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ,উপজেলা একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান সহ অত্র কলেজের সকল শিক্ষক মন্ডলী এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন,আজকের শিক্ষার্থীদের ভালো ভাবে পড়াশোনার মাধ্যমে ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে হবে,তিনি আরো বলেন,কঠিন সময় পার করছি,ইন্টারনেটের ও মোবাইলে যুগ। এই যুগের সাথে তাল মিলিয়ে অবশ্যই আমাদেরকে চলতে হবে,পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না আমাদের কিন্তু মানুষের মত মানুষ হতে হবে।