[caption id="attachment_4843" align="alignnone" width="618"] বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ৪জন আহত ৮জন[/caption]
বগুড়া সংবাদ : বগুড়ার বনানীতে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও ৮ জন।
মঙ্গলবার (৯ জুলাই) ভোরে বগুড়ার বনানী এলাকায় শাহ ফতেহ আলী নামে দূরপাল্লার একটি বাসের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয় (৩০), সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন (৩৫), শামীম হোসেন (৪০) ও অজ্ঞাত এক নারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী যাত্রীবাহী শাহ ফতেহ আলী বাসটি বনানীর লিচু তলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি আব্বাস আলী বলেন, ‘ভোররাতে বনানীর লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। এখনও আহত ৮জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম ও জামাল নামে আরও দুজন মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত ৮ জন হাসপাতালটির বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন আছেন।