[caption id="attachment_4837" align="alignnone" width="940"] ১০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।[/caption]
বগুড়া সংবাদ :বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১০,০০০ (দশ হাজার) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ০৭/০৭/২০২৪ তারিখ সময় ২১.০৫ ঘটিকায় বগুড়া সদর থানাধীন মাটিডালি বিমান মোড় এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, বগুড়া জেলার সদর থানাধীন গাজী মেরী ম্যানশন, ফ্লাট নং ২এ, সাং-সূত্রাপুর ইদগাঁও মাঠ সংলগ্ন, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়ার বাসায় মোঃ গোলাম জাকারিয়া নে'শাজাতীয় মাদ'কদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনার সত্যতা যাচাই এর লক্ষ্যে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২১.১৫ ঘটিকার সময় রওনা হয়ে ২১.৩০ ঘটিকার সময় উক্ত বাসার কেয়ার টেকারকে সঙ্গে নিয়া উক্ত ফ্লাটে (ঘটনাস্থলে) সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী মোঃ গোলাম জাকারিয়াকে ধৃ'ত করে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃ'ত আসামী মোঃ গোলাম জাকারিয়া এর দেহ তল্লাশী করাকালে তাহার শয়ন কক্ষে মা'দকদ্র'ব্য আছে বলিয়া স্বীকার করে। আসামী, উপস্থিত সাক্ষীদের সামনে তাহার শয়ন কক্ষ হইতে দুইট কার্টুনে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতাকৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ গোলাম জাকারিয়া (৩৩) পিতা মোঃ আঃ কাফি, সাং- মুরাদনগর পূর্বপাড়া, থানা-নন্দীগ্রাম, এ/পি গাজী মেরী ম্যানশন, ফ্লাট নং ২এ, সাং-সূত্রাপুর ইদগাঁও মাঠ সংলগ্ন, থানা-বগুড়া সদর, জেলা- বগুড়া।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজু করা হইয়াছে।