[caption id="attachment_4738" align="alignnone" width="618"] আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত[/caption]
বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্মেলন করার লক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের (চড়কতলা) কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা, কাজল কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা বাদল মৈত্র, রতন মুর্খাজী, ডাঃ বিপুল কুমার সরকার, মোহন্ত সরকার, শ্যামল চন্দ্র পাল, চন্দন কুমার কুন্ডু, শংকর চৌধুরী, ব্যাটেল মৈত্র, উত্তম কুন্ডু, মদন মোহন সরকার, শ্যামল শীল, অতুল সরকার, কানাই প্রমানিক, সুভাষ সরকার, লোকনাথ পাল, প্রনোব ঘোষ, জগাই কুন্ডু, পান্না সরকার প্রমুখ। সভায় উপজেলা পুজা উদযাপন পরিষদের কমিটির মেয়াদ উর্ত্তীন হওয়ায় সম্মেলন করার লক্ষে জেলা কমিটির সাথে আলোচনা ক্রমে তারিখ নির্ধারনের বিষয়ে আলোচনা হয়। এরপর ওই সভায় আদমদীঘি সদর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের পুর্বের কমিটি বিলপ্তি ঘোষনা করে সর্বসম্মতিক্রমে মোহন্ত চন্দ্র সরকারকে সভাপতি, জগাই কুমার কুন্ডুকে সাধারন সম্পাদক, সুদেব প্রামানিককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ আদমদীঘি সদর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের নয়া কমিটি গঠন করা হয়।