[caption id="attachment_4649" align="alignnone" width="716"] বগুড়া পৌরসভার ২৭১ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ১৩৫ টাকার বাজেট ঘোষনা[/caption]
বগুড়া সংবাদ :রোববার বেলা ১১ টায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বগুড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের উপস্থিতে বাজেট ঘোষনা করেন বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
বগুড়া পৌর মেয়র এ সময় ২৭১ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ১৩৫ টাকার বাজেট ঘোষনা করে। গত বছরের চেয়ে এ বছরের আকার তিন গুন। গত বছর প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়। তিনি বলেন অর্থপ্রাপ্তি সাপেক্ষে বাজেট বাস্তবায়িত হবে। তিনি এই বাজেটকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রস্তাবিত বাজেট ঘোষনা কালে প্রাধন অতিথি বলেন, গত বছরের চেয়ে এ বছরের বাজেটের আকার বেড়ে তিন গুন করা হয়েছে। এটি বাস্তবায়িত করা হলো মুখ্য বিষয়।
তিনি বলেন, অপরিকল্পিত ও বহুতল ভবন নির্মান বন্ধ করতে হবে। নগরে জনগনের স্বস্তি ফিরিয়ে আনতে হলে পৌরসভার মাষ্টার প্লান করতে হবে। পুকুর-জলাশয় ভরাট বন্ধ করতে হবে। মানুষের চাহিদ যানজ্ট নিরসন করার মহাপরিকল্পনা করতে হবে।
প্রধান অতিথি বলেন, কে কোন দলের বা মতের সে বিষয়টিকে না দেখে পৌর মেয়র চাইলে তিনি সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন।
বাজেট ঘোষান কালে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, বগুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশিষ পোদ্দার লিটন, টিএমএসএস স্বাস্থ্য বিভাগের প্রধান ডা: মতিয়ার রহমান প্রমুখ।