[caption id="attachment_3956" align="alignnone" width="750"]
বগুড়া শাহজাহানপুরে স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা[/caption]
বগুড়া সংবাদ : বগুড়া শাজাহানপুরে স্ত্রী আশামুনি (২২) ও ১১ মাস বয়সী ছেলে সন্তান আল রাফিকে গলাকাটা হত্যা করেছে পাষণ্ড ঘাতক আজিজুল ইসলাম । ঘটনাটি ঘটেছে উপজেলার বনানী বন্দর এলাকায়। সকালে ঘটনা জানার পর পরেই জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্হল পরিদর্শন করেন। এছাড়া পুলিশের একাধিক টিম, গোয়েন্দা সংস্হা ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছেন। এই ঘটনায় হত্যাকারী আজিজুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আজিজুল বগুড়া ধুনটর উপজেলার হেউটনগর গ্রামের হামিদুলের পুত্র বলে জানা গেছে। সে চট্টগ্রাম সেনাবাহিনীতে কর্মরত রয়েছে বলে । আর নিহত আশা মুনি বগুড়া পৌর ২০ নং ওয়ার্ডের নারুলী এলাকার আশাদুলের মেয়ে। সাড়ে তিন বছর আগে তাদের বিয়ে হইছিল বলে জানান তার বাবা। প্রাথমিকভাবে জানা গেছে গতকাল কোন এক সময় বনানী এলাকার ৩০১ নম্বর রুম ভাড়া নেয় ওই দম্পতি পরে রাত আট থেকে নয়টার মধ্যে স্ত্রী আশামুনি কে হত্যা করে বাথরুমে ও সন্তানকে গলা কেটে হত্যা করে খাটের নিচে বস্তাবন্দী করে রাখে। এবিষয়ে শাজাহানুর থানার (ওসি) তদন্ত আবুল কালাম আজাদ জানান আমরা ভিকটিম আজিজুল কে গ্রেফতার করে হেফাজতে নিয়েছি। সে প্রাথমিকভাবে আমাদের জানিয়েছে য পারিবারিক কলহের কারনে এ হত্যাকান্ড সংঘটিত করেছে। তবে আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদ ঘটনার মুল বিষয় জানতে পারবো। শেষ খবর পর্যন্ত লাশ এখনও উদ্ধার করা হয়নি। লাশের আলামত সংগ্রহের জন্য সিরাজগঞ্জ থেকে সিআইডি'র একটি টিম পথিমধ্যে রয়েছে।