বগুড়া সংবাদ : বগুড়ার শহীদ খোকন পার্কে তারেক রহমান কতৃক নির্মিত শহীদ মিনার ও স্মৃতি ফলক অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রোববার (২৬ মে) সন্ধ্যায় শহরের আলতাফুন্নেছার খেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নবাববাড়ী সড়কস্ত দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সেখানে বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সহীদ উন নবী সালাম প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন বগুড়া শহীদ খোকন পার্কে তারেক রহমান যে শহীদ মিনার ও স্মৃতিফলক নির্মাণ করেছিল সেটি আধুনিকায়নের নামে এই সরকার ষড়যন্ত্রমুলক ভেঙে ফেলছে। তারা বগুড়ার মাটি থেকে শহীদ জিয়া তথা তারেক রহমানের নাম নিশানা মুছে ফেলতে চায়। কিন্তু ছাত্রদলের একটি কর্মীও জীবিত থাকতে সেটা বাস্তবায়ন করতে দেয়া হবে না। মিছিল সমাবেশে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।