বগুড়া সংবাদ : বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের বগুড়া সদর উপজেলা সভাপতি এ্যাডঃ আরাফাত জাহান যুথীকে অব্যাহতি দেবার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। উল্লেখ্য তাকে জেলা কমিটির প্যাডে গত ৯ মে অব্যাহতি দেয়া
হয়। যুব মহিলা লীগের বগুড়া জেলা কমিটির সভাপতি এ্যাডঃ লাইজিন আরা লিনা ও সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা তাকে এই অব্যাহতি পত্র প্রদান করেন। এর প্রতিবাদে তিনি ১৩ মে সোমবার দুপুরে
বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, তিনি বগুড়া জজ কোর্টের একজন রেগুলার প্রাকটিশনার। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর নীতি আর্দশের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা সদস্য এবং বগুড়া জেলা কৃষক লীগের সহ আইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি আরো উল্লেখ করেন বিগত ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তিনি সভাপতি হিসেবে সদর উপজেলা কমিটিতে নির্বাচিত হন।
নির্বাচিত হবার পর হতেই তিনি ১১টি ইউনিয়নে ইউনিয়ন নেতৃত্ব বাছাই এবং ইউনিট গোছানোর কার্যক্রমে পদক্ষেপ গ্রহণ করেন। বিগত সংসদ নির্বাচনে বগুড়া সদর আওয়ামী লীগের সংসদ সদস্যের নির্বাচনী প্রচার কাজে তিনি তার সংগঠনের নেতা কর্মী নিয়ে নির্বাচনী প্রচার কাজ করেন। তার কিছু রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশ যুব মহিলা লীগ সদর শাখার পেজে পোষ্ট করা আছে। তার সাংগঠনিক কাজে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে যোগদান
করতে বললে তারা বিভিন্ন অজুহাতে উপস্থিত হয় না। উল্লেখ্য যুব মহিলা লীগ জেলা কমিটির সদস্যগণ বেশীর ভাগই একে অন্যের আত্মীয়। এই আত্মীয়করণের প্রক্রিয়ার কারণে অনেক ভালো ভালো সাংগঠনিক নেতৃত্ব সংগঠন ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। যুব মহিলা লীগের সভাপতি এ্যাডঃ লাইজিন আরা লিনা ও সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা অন্যায়ভাবে গঠনতন্ত্রের বাহিরে গিয়ে কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাকে গত ৯ মে ২০২৪ অব্যাহতি পত্র
পাঠান, যা রীতিমত গঠনতন্ত্র বিরোধী ও সাংগঠনিক কার্যকলাপ বিরোধী এবং পরদিন ১০ মে ২০২৪ তারা অনলাইনে এবং গত ১২ মে ২০২৪ দৈনিক করতোয়া পত্রিকায় তার ছবি ব্যবহার করে অব্যাহতির বিষয়টি প্রচার করে। যা তার জন্য অসম্মানজনক। তিনি উক্ত বিবৃতি প্রকাশের তীব্র প্রতিবাদ জানান। তিনি উক্ত অব্যাহতির বিষয়টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সদর উপজেলা
কমিটির সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার ছায়া, সাংগঠনিক সম্পাদক লাকি আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমা আক্তার পপি, সংগঠনের ফাঁপর ইউনিয়ন কমিটির সভাপতি জুলেখা বেগম।