[caption id="attachment_3461" align="alignnone" width="618"] অবশেষে মামুরশাহী মাদ্রাসার সভাপতি হলেন রবিউল হাসান বাবু[/caption]
বগুড়া সংবাদ : টানটান উত্তেজনার মধ্যদিয়ে বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী মামুরশাহী দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। ওই নির্বাচনে মো. রবিউল হাসান বাবু সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (০৭মে) বেলা দশটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামে মামুরশাহী দাখিল মাদ্রাসাটির অবস্থান। দ্বীনি ওই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় বিগত ০৫এপ্রিল অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়। এতে বিজয়ী হওয়া অভিভাবক ও দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধিসহ মোট আটজন ভোটারদের নিয়ে মঙ্গলবার বেলা দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সভাপতি পদে নির্বাচনের আয়োজন করা হয়। এতে প্রতিদ্ব›িদ্ব দুইজন প্রার্থী অংশগ্রহণ করেন। তাঁরা হলেন- রবিউল হাসান বাবু ও সৈয়দ রায়হান হোসেন রাফি। এদিকে শুরুতেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরী হয়। পরে আইন শৃঙ্খলাবাহিনী ও সরকার দলীয় নেতাদের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসে। ফলে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন বিধি অনুযায়ী প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম মামুরশাহী দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে নির্বাজনের প্রিজাইডিং কর্মকর্তা জানান, নির্বাচনে আটজন ভোটারই উপস্থিত ছিলেন। তাঁরা সবাই সভাপতি পদে রবিউল হাসান বাবুকে সমর্থন করেন। অন্য প্রার্থী কোনো ভোট পাননি। তাই রবিউল হাসান বাবু সভাপতি নির্বাচিত হন। এছাড়া দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকলেও শেষপর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্নভাবেই নির্বাচনটি সম্পন্ন হয়েছে বলে জানান এই কর্মকর্তা।