[caption id="attachment_3401" align="alignnone" width="600"] দুপচাঁচিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ রঞ্জন কুমার পাল[/caption]
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ রঞ্জন কুমার পালজাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কলেজ ও মাধ্যমিক পর্যায়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে। কলেজ ও মাধ্যমিক উভয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল। একই প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন প্রভাষক বিপ্লব কুমার মোহন্ত বিপুল ও মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মোসলিম উদ্দিন খাঁ। এছাড়াও মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাহিয়া ইসলাম। অপরদিকে হামদ্, ক্বেরাত ও রবীন্দ্র সংগীত সহ ১৬টি ক্যাটাগরির বিভিন্ন গ্রুপে ৩৯জন বিজয়ীর মধ্যে ২৪জন শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠান হতে প্রথমস্থান অধিকার করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন ও প্রথমস্থান অধিকার করেছে।