প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪, ৮:০৮ পি.এম
৩৮.৫ ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে সড়কের পিচ
[caption id="attachment_3121" align="alignnone" width="618"] ৩৮.৫ ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে সড়কের পিচ[/caption]
বগুড়া সংবাদ : বগুড়ায় প্রচন্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। গতকাল বুধবার (২৪ এপ্রিল) বগুড়ার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রায় বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কের পিচ গলে যাচ্ছে।
দুপুরে আদমদীঘি বাস স্টান্ড এলাকায়সহ নওগাঁ-বগুড়া মহাসড়ক, সান্তাহার পৌর শহরের কয়েকটি স্থানে গিয়ে দেখা গেছে সড়কের পিচ গলে আটকে যাচ্ছে পায়ের জুতা গাড়ির চাকাসহ বিভিন্ন প্লাস্টিক।
জানা যায়, কয়েক দিন ধরে সারা দেশের মতো আদমদীঘিতেও প্রচন্ড দাবদাহ চলছে। কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন সড়কের কয়েকটি পয়েন্টে সড়কের পিচ ঘামতে দেখা গেছে। কিন্তু বুধবার দুপুরে উপজেলার গেটের সামনে ও সান্তাহার ঢাকার রোডসহ কয়েকটি স্থানে গরমের তাপে পিচ গলে গেছে। হেঁটে যাওয়ার সময় অনেকের জুতার সোল গলে যাওয়া পিচে আটকে গিয়ে খুলে যাচ্ছে।
অটোচার্জার চালক ইসলাম বলেন, দুপুরে যাত্রী নিয়ে আদমদীঘি থেকে সান্তাহারে আসার সময় আমার গাড়ির চাকার পাঞ্চার হয়ে যায়। গাড়িটি থেকে চাকা পরিক্ষা করে দেখি চাকাতে রাস্তার পিচ গলে আটকে রয়েছে।
নেহাল আহম্মেদ বলেন, গরমে সড়কের পিচ গলে যাচ্ছে সেই গলে যাওয়া সড়কের উপর দিয়ে হেঁটে যেতে লাগলে জুতা সড়কে আটকে যায়।
বগুড়া আবহাওয়া অফিস বুধবার বিকাল ৩টায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ