প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৪, ৯:৪১ পি.এম
বগুড়া সংবাদ : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের উদ্যোগে আজ বিকাল ৫ টায় উদীচী বগুড়া জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভার পূর্বে বিকাল ৪ টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন জেলা সংসদের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাফিজ আহম্মেদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম পলক, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ, কৃষক সমিতি, বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড. নারায়ণ চন্দ্র চাকী, বগুড়া জেলা সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম ফারুক, সাজেদুর রহমান ঝিলাম, সাবেক সভাপতি নাদিম মাহমুদ, , সাবেক সহ-সভাপতি মিঠুন পাল, সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক, কোষাধ্যক্ষ শাওন শওকত, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত, ক্রিড়া সম্পাদক আব্দুল হামিদ সুজন প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, "লড়াই, সংগ্রাম ও গৌরবের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আগামী ২৬ এপ্রিল ৭২তম বর্ষ পূর্ণ করবে। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বৈষম্যহীন একমুখী, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক শিক্ষানীতির জন্য লড়াই অব্যাহত রেখেছে। একইসাথে এদেশের মানুষের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক মুক্তির লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০০৭ এর সেনাহঠাও আন্দোলনে ছাত্র ইউনিয়নের ভূমিকা অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়নের গেরিলা যোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র ইউনিয়নের রয়েছে অসংখ্য শহীদ। বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে জড়িত রয়েছে ছাত্র ইউনিয়নের নাম।"
বক্তারা আরো বলেন, "এখনো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন স্বৈরাচারী রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে, গণতন্ত্রহীনতা, শিক্ষাবাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারিত্ব এবং শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণে লড়াই করে যাচ্ছে। ছাত্র ইউনিয়ন তার জন্ম থেকেই দেশের মানুষের মুক্তির প্রশ্নে, শিক্ষার অধিকার আদায়ের প্রশ্নে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছে কিন্তু কখনো আদর্শের প্রশ্নে আপসনামা লেখেনি। সমাজ পরিবর্তনকামী লাখো লাখো স্বপ্নবাজ বিপ্লবীর সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এ দেশের মানুষের মুক্তি-সংগ্রামে, অধিকার আদায়ের লড়াইয়ে তার জন্মলগ্ন থেকেই নিবেদিতপ্রাণ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।"
এছাড়া আলোচনা সভা থেকে বক্তারা নিম্নলিখিত দাবি জানানঃ
০১। অগণতান্ত্রিক স্বৈরাচারী আওয়ামী সরকার পদত্যাগ কর। জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত কর।
০২। অবিলম্বে একই ধারার গণমুখী, বিজ্ঞানভিত্তিক, সর্বজনীন, অসাম্প্রদায়িক শিক্ষানীতি গ্রহণ ও বাস্তবায়ন কর।
০৩। শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কল্পে ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দাও।
০৪। শিক্ষাখাতে জাতীয় আয়ের ৮ ভাগ অথবা জাতীয় বাজেটের ২৫% বরাদ্দ নিশ্চিত কর।
০৫। অবিলম্বে প্রশাসনিক তত্ত্বাবধানে হলগুলোর সিট বন্টন করে গণরুম ও গেষ্টরুমে ছাত্র নির্যাতন বন্ধ করতে হবে।
০৬। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষ ও স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ করে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা কর।
০৭। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিল কর, শিক্ষার্থীদের জন্য অভিন্ন টিউশিন ফি নীতিমালা প্রণয়ন কর, ইউজিসি অনুমোদিত অভিন্ন গ্রেডিং পদ্ধতি বাস্তবায়ন কর।
০৮। UGC- এর কৌশলপত্র, IQAC, অ্যাক্রিডিটেশন কাউন্সিল, PPP-সহ বিশ্বব্যাংক, IMF এর পরামর্শে চালু সকল শিক্ষাধ্বংসের প্রকল্প বাতিল কর।
০৯। সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর কর।
১০। পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন বন্ধ কর এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কর।
১১। সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩, ওটিটি নিয়ন্ত্রণ নীতিমালা সহ সকল গণবিরোধী ও অগণতান্ত্রিক আইন বাতিল কর।