প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৪, ৯:১৬ এ.এম
উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে দিন বদলের মঞ্চ বগুড়ার চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায় উদযাপন।
[caption id="attachment_2812" align="alignnone" width="720"] উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে দিন বদলের মঞ্চ বগুড়ার চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায় উদযাপন।[/caption]
বগুড়া সংবাদ : নানা কর্মসূচির মধ্য দিয়ে দিন বদলের মঞ্চ বগুড়ার চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায় ১৪৩০ উদযাপন করা হয়েছে।
বিকাল ৫ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথাস্থ মুজিব মঞ্চে দিন বদলের মঞ্চ বগুড়ার সভাপতি সাজেদুর রহমান ঝিলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন দিন বদলের মঞ্চ বগুড়ার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, শিক্ষাবিদ, কবি ও প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা শোয়েব শাহরিয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌফিকুল আলম টিপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলার সভাপতি শুভ শংকর গুহ রায়, যুব ইউনিয়ন বগুড়ার সভাপতি ফারহানা আক্তার শাপলা, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, "ইতিহাস ঐতিহ্য আর উৎসব পার্বণের দেশ-প্রিয় বাংলাদেশ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালি সকল সংকীর্ণতার ঊর্ধ্বে হৃদয়াবেগে পালন করে বর্ষবিদায় অর্থাৎ চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ। বাংলার বা বাঙালির যাপিত জীবনের সার্বজনীন ও অসাম্প্রদায়িক চেতনায় লালিত সর্ববৃহৎ উৎসব বৈশাখ উদযাপন। সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে নববর্ষ বাঙালি জাতীয়তাবাদী চেতনা ও সাংস্কৃতিক সৌধের ভিত আরও সুদৃঢ় করুক, নববর্ষের উদার আলোয় ও মঙ্গলবার্তায় জাতির ভাগ্যাকাশের সব অন্ধকার দূরীভূত হোক, সাম্প্রদায়িক ও জঙ্গীবাদী অশুভ শক্তির বিনাশ ঘটুক, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াক, এই হোক আগামীর প্রত্যয়।"
আলোচনা সভা শেষে বর্ষ বিদায়ের গান পরিবেশন করেন উদীচী বগুড়ার শিল্পীগণ। নৃত্যপরিবেশন করেন মৌসুমী আর্টস একাডেমির শিল্পীবৃন্দ। এরপর স্বপ্তস্বর এর
পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং একক সংগীত পরিবেশন করেন প্রণব কান্ত সান্যাল, আশুতোষ দাস ও বিমল কবিরাজ।
উল্লেখ্য আগামীকাল মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব, আলোচনা, দেশের গান, বাউল গান, গণমানুষের গানসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করবে দিন বদলের
মঞ্চ।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ