বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার একটি দোকানে অভিযান চালিয়ে গোপন কক্ষের ভিতর থেকে একটি চোরাই মোটরসাইকেল ও বেশ কিছু মোটরসাইকেলের পার্টসসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের ডালম্বা মাজারের দান বাক্সের সামনে টিন সেড এর ওয়ার্কসপ দোকানের নিচের একটি গোপন কক্ষে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করে আদমদীঘি থানা পুলিশ।আদমদীঘি থানার উপ-পরির্দশক এস আই তরিকুল ইসলাম বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উক্ত স্থানে অভিযান চালানো হয়। এ সময় আনিছুর, মোতালেব ও রবিউলকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছে থেকে একটি ডিস্কবার মোটরসাইকের , দুইটি মোটরসাইকেলের সাইড কভার, একটি হেডলাইট, একটি চেইন কভার, একটি মাডগার্ড ও একটি ফিলআটর বক্স ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডালম্বা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আনিছুর (২৯), সান্তাহার পৌর শহরের বড় মালশন এলাকার মৃত ইউনুছের ছেলে মোতালেব (২৩) ও উৎরাইল জাহানাবাদ এলাকার সাইদুল কাজীর ছেলে রবিউল ইসলাম (২২)।এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি দোকানের গোপন কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ঐ কক্ষ থেকে তিন জন চোর ও চোরাইকৃত মোটরসাইকের উদ্ধার করা হয়েছে। চোরেরা আশেপাশে চুরি করার পর চোরাই মোটরসাইকেল ঐ কক্ষে নিয়ে গিয়ে রাখতো। পরে সুযোগ বুঝে চোরাই মোটরসাইকেল বিক্রিয় করতো। এমনকি ঐ কক্ষে মোটারসাইকেলে সকল পার্টস খুলে তা আলাদা ভাবে বিক্রয় করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শনিবার আদমদীঘি থানায় মামলা দায়েরের পর দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।