প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ৮:৫৮ পি.এম
প্রযুক্তির সহায়তায় আরও তিন মিটার চোর গ্রেফতার
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলায় বৈদ্যুতিক মিটার চুরির পর চোরেরা ফেলে যাচ্ছে একটি চিরকুট। চিরকুটে মোবাইল নাম্বারের সাথে লেখা মিটার চোর। সেই নাম্বারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৮ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত টাকা পাঠানোর পর পাওয়া যায় মিটার। চিরকুটের সেই নাম্বারের সূত্র ধরেই প্রযুক্তির সহায়তায় ধরা পড়ছে মিটার চোরেরা।
গত (১৯ মার্চ) চুরি যাওয়া সরঞ্জামাদীসহ দুই মিটার চোরকে গ্রেফতারের পর শনিবার (২৩ মার্চ) রাতে আরও তিনজন মিটার চোরকে গ্রেফতার করে আদমদীঘি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তেতুলিয়া গ্রামের সোলেমানের ছেলে উজ্জল (২৪) একই এলাকার আক্তার হোসেনের ছেলে হাবিবুর রহমান (২২) ও নওগাঁ জেলাল রানীনগর থানার বিষ্ণুপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে সোহান (২২)।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, গভীর নলকুপের মিটার চুরির অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তির সহায়তার মাধ্যমে মিটার চোর গ্রেফতার করা হচ্ছে। চিরকুটে দেওয়া নাম্বারের সূত্র ধরে প্রযুক্তির সহাযয়তা নিয়ে শনিবার রাতে উপজেলার শিবপুর মাঠে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রোববার (২৪ মার্চ) বিকালে মিটার চুরির মামলায় বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ