বগুড়া সংবাদ : ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস/২০২৪ইং উপলক্ষে রোববার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কোরআন খতম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ । উক্ত আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু মুছা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল জব্বার, ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলা ফিন্ড সুপার ভাইজার হামিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কাহালু রিসোর্স সেন্টার কাম-অফিসের কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলার সকল প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কে›েন্দ্রর শিক্ষকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে মোনাজাত করা হয়। অপরদিকে সূর্যোদয়ের সাথে সাথে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার সকল প্রাক- প্রাথমিক শিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও জাতীয় শিশু দিবস উপলক্ষে কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেন।