বগুড়া সংবাদ: শুক্রবার বিকেলে বগুড়ার কাহালুর দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দূর্গাপুর হাটে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন এর ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী গণ-সংযোগ করেন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপিনেতা ও দূর্গাপুর ইউ পির ৪ বারের চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রনজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউ পি সদস্য আব্দুল হান্নান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আবেদ আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।