বগুড়া সংবাদ : (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখ নির্বাচন। বগুড়ার মাটি বিএনপির ঘাটি। এবার বগুড়ার জনগনের কাছে দাবী আগামী ১২ তারিখে প্রমান করে দেখাবেন বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাটি। এক যুগেরও বেশি সময় পর আপনাদের সাথে দেখা হলো। বিএনপি যতবার দেশ পরিচালনা করেছেন আমরা চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য। াতান বলেন আরো অনেক কাজ বাকী আছে আগামীতে তা প্রর্যায় ক্রমে করা হবে । তিনি শিবগঞ্জ আসন থেকে এমপি প্রার্থীকে ধানেরশীষে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। গতকাল শুক্রবার বেলা ৩ ঘটিকায় বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে সংক্ষিপ্ত পথ সভায় এমন মন্তব্য করে তিনি জনগনের কাছে নিজেদের সন্তান হিসেবে ভবিষ্যতে দেশ ও দেশের জনগণের কাজে নিজেকে নিয়োজিত রাখার জন্য দোয়া চান। এর আগে তিনি মহাস্থান হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.) এর মাজার জিয়ারত করেন। এসময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, এসএম তাজুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, বুলবুল ইসলাম, আব্দুল করিম, খালিদ হাসান আরমান, তাহেরুল ইসলাম, রোকন-উদ্দৌলা রুবেল উপস্থিত ছিলেন। তারেক রহমানকে এক নজর দেখতে ঢাকা-রংপুর মহাসড়কে হাজারো উৎসুক জনতা ভিড় জমায় এবং হাত নেরে শুভেচ্ছা জানান।