প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৭:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ১:৩০ এ.এম
বগুড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন তারেক রহমান
![]()

বগুড়া সংবাদ : শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোররা নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য তাকে উপহার দেয়। পাশাপাশি তারা পরিবেশন করে দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’।
জানা যায়, এসব শিশু ও কিশোর সিএসএফ গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানের সহায়তায় বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করেছে।
তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে অনুষ্ঠানে শিশু ও কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পুরো আয়োজনের উদ্যোগ ও সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম এ মুহিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ