বগুড়া সংবাদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বগুড়ার সোনাতলায় ৫৪ জন প্রিজাইডিং অফিসার,৩১৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৩৮ জন পোলিং অফিসারের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান,পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিম,অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন,উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক,এসিল্যান্ড শাহানাজ পারভীন,থানার ওসি কবির হোসেন, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন,উপজেলা নির্বাচন অফিসার সোহাগ চৌধুরী-সহ অনেকে কর্মশালায় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ কর্মশালার বাস্তবায়ন করে।