বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানকে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে শহরের কালিতলা দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আদর রহমানের উদ্যোগে বুধবার বিকেলে শহরের ৩নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শহর যুবদলের সহ তথ্য বিষয়ক সম্পাদক আবু জাহিদ সিদ্দিকের সঞ্চালনায় গণসংযোগ ও প্রচার মিছিল শেষে কালিতলা হাট মঞ্চে নির্বাচনী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসাসের সভাপতি ওয়াহিদ মুরাদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম ডালু, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ময়নুল হক বকুল, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইনুর রহমান, সহ সভাপতি শহীদ হোসেন টম্পি, শেখ আসাদ উদ্দিন সবুজ, সাইদ হোসেন, বেলাল মাস্টার, সহ সাধারণ সম্পাদক সালাম শেখ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ রিপন, সহ সাংগঠনিক সম্পাদক মিলন, সাবেক মহিলা কাউন্সিলর নীলুফা কুদ্দুস, ওয়ার্ড মহিলা দল নেত্রী হুমায়রা ফারজানা মানসী, লুৎফুন্নেছা মামুনি, রিনা বেগম, ওয়ার্ড বিএনপি নেতা বাকি, সালাম মোল্লা, জেসমিন, শাহিন শেখ, মিঠু প্রমুখ।
গণসংযোগ ও প্রচার মিছিলটি শহরের সুলতানগঞ্জ পাড়া, কাটনার পাড়া, শিববাটি, দত্তবাড়ি, কালিতলা এলাকায় প্রদক্ষিণ করে। এতে প্রায় ২ হাজার নারী ও পুরুষ অংশ নেয়।
নির্বাচনী সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধানের বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তারেক রহমানের নির্বাচনী সমাবেশে সকলে ঐক্যবদ্ধ ভাবে অংশ করার আহবান জানানো হয়।