বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবে। রিজিকের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ব্যাবসা। আল্লাহ ব্যাবসাকে হালাল এবং সুদকে হারাম ঘোষনা করেছন। রাসুল সা. বলেছেন, রিজিকের ৯০ ভাগ রয়েছে ব্যবসার মধ্যে। কিন্তু চাঁদাবাজী, গুদামজাতকরন এবং মধ্যস্বত্তভোগীদের কারনে আজকে ব্যবসায়ী এবং ক্রেতা উভয় ক্ষতিগ্রস্ত। আমরা ব্যাবসায়ীদের জন্য সুদমুক্ত ঋন এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ নিশ্চিত করবো। তিনি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধের আহবান জানান। তিনি ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন শহর প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি জাকারিয়া ইসলাম, ওয়ার্ড সেক্রেটারী আব্দুল বাসেদ, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ, সরকারী আযিযুল হক কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সরকারী শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারী মুয়াজ আহম্মেদ, মুস্তাফবিয়া আলিয়া মাদরাসা সভাপতি আবুল কাশেম, শিবির নেতা ইয়াসিন সাগর প্রমুখ।