বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪. কাহালু-নন্দীগ্রাম আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর আ.লীগ সরকারের আমলে বগুড়া অবহেলিত ছিল। মা বোনেরা আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আমি কথা দিচ্ছে বগুড়ার চেহারা পাল্টে দেওয়া হবে। শুক্রবার রাতে বগুড়ার কাহালু পৌর এলাকার তালুকদার মাঠে পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
নির্বাচনী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর ফেরদৌস আলম।
নির্বাচনী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ. উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন।
নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন কাহালু বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা হ্যাচারী মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হ্যাচারী মালিক আলহাজ্ব আজাহার আলী, বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন, বিএনপিনেতা শাহজাহান আলী, শফিক তালুকদার, শাহিনুর ইসলাম, দেলোয়ার হোসেন বাদল, আব্দুল মান্নান, আব্দুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী সুমন, আব্দুল করিম, জালাল, জুয়েল, মাহবুবুর রহমান বাবু, আব্দুল হালিম বাদল, মিলন সরদার, সাবেক যুগ্ম আহবায়ক তাজনুর রহমান, মহিউদ্দিন মোহন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহম্মেদ ফাহিম, সাধারণ সম্পাদক রিমন রাহাদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জর আল গোফারী, যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন, পৌর শ্রমিকদলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নির্বাচনী সমাবেশ শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আতœার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।