বগুড়া সংবাদ : শনিবার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় মানুষের ঢল নামবে বলে আমাবাদ ব্যক্ত করেছেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি আজ শুক্রবার বিকেলে জনসভার ভেন্যু পরিদর্শন শেষে প্রেসব্রিফিংকালে সাংবাদিকদের একথা বলেন।
আবিদুর রহমান বলেন, ডা: শফিকুর রহমান শুধু জামায়াতের আমির নন, তিনি সারাদেশের মানুষের মুক্তির কান্ডারী। জাতি ডা: শফিকুর রহমানের হাত ধরে একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছে। মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পাওয়া আমিরে জামায়াতের বগুড়ার জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। ইতোমধ্যেই জনসভাকে ঘিরে সারা বগুড়া জেলায় মানুষের মাঝে উন্মাদনা সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে বগুড়াবাসী আগামীকালের জনসভায় অংশগ্রহন করে জামায়াতে ইসলামীর পক্ষে সমর্থন ব্যক্ত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী সংসদ নির্বাচনে কেমন ফলাফল আশা করছেন এমন প্রশ্নের জবাবে আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়া কোন দলের একক জনসমর্থনের জেলা নয়। ১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি বাদে আওয়ামীলীগ সবকয়টি আসনে জিতেছিল। সেই একটি আসন বগুড়ায় জিতেছিল জামায়াত। ১৯৯১ সালেও একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জামায়াতের। প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে বিপুল সংখ্যক জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন জামায়াতের। প্রতিটি গ্রামে গ্রামে এমনকি প্রায় প্রতিটি ঘরে ঘরে জামায়াতের সমর্থক রয়েছেন। আসন্ন নির্বাচনে বগুড়ার ৭টি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা বিপুল বোটের ব্যবধানে বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এড. আল-আমিন, জেলা শাখার সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য সেলিম রেজা, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি এনামুল হক রানা প্রমূখ।