বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক, ম্যানেজমেন্ট কমিটি এবং অভিভাবকদের জন্য 'পুষ্টি ও পরিবেশ সচেতনতা' বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২০ জানুয়ারী) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মাহবুব হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন, ডাঃ তুষার আহমেদ, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা সমবায় অফিসার ফাতেমা তুজ জহুরা, উপজেলা প্রাথমিক জাহাঙ্গীর আলম,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ববি রাণী সাহা প্রমূখ।