প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ২:২৭ এ.এম
বগুড়ায় চোরাইকৃত দুইটি অটোর মালামালসহ দেড় মাস পর ৩ জন গ্রেফতার
![]()

বগুড়া সংবাদ : বগুড়ায় চোরাইকৃত দুইটি অটোর মালামালসহ প্রায় দেড় মাস পর তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শনিবার রাতভর বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মিজানের সমন্বয়ে সদর ও শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেখানো স্থান থেকে চোরাইকৃত অটোর বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকার বাবু ফকিরের পুত্র সাজু ফকির (৪৬), শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বিলহামলা এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র রায়হান হোসেন আইন (৪২) এবং শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের সাকরাম হোসেনের পুত্র মো. শাকিল হোসেন (২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকায় ফজলু প্রাং-এর পুত্র তুহিন রহমান (২৭) তার মালিকানাধীন দুইটি অটো গাড়ি গ্যারেজে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গ্যারেজে গাড়ি দুটি নেই। পরে পাশ্ববর্তী একটি বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ৪–৫ জন পরিচিত ব্যক্তি গ্যারেজ থেকে গাড়িগুলো চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী তুহিন রহমান বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গাবতলী উপজেলার সাজু ফকির, সোনাপুর এলাকার শাহাজাহানের পুত্র আব্দুর রাজ্জাক (৪০), শিবগঞ্জ উপজেলার রায়হান হোসেন আইন, তেঘরি গ্রামের মো. রুবেল (৩৫), বগুড়া সদরের ভাটকান্দি এলাকার কাঞ্চা (৩৫) এবং শিবগঞ্জ উপজেলার মো. সাকরাম (৫০)-সহ মোট ছয়জনকে আসামি করা হয়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। ধারাবাহিক অভিযানের মাধ্যমে এজাহারভুক্ত দুইজনসহ মোট তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে পুলিশ আশাবাদী।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ