বগুড়া সংবাদ: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এবং শ্রমিক নেতা মরহুম জহুরুল ইসলাম সওদাগরের স্মরণে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে ক্যালেয়ার লেদ শ্রমিক একাদশের মুখোমুখি হয় কামাল মেটাল রংধনু ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় ৩–২ গোলে জয়লাভ করে কামাল মেটাল রংধনু ফুটবল একাদশ। খেলাকে ঘিরে শ্রমিক ইউনিয়নের সদস্য ও স্থানীয় দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
খেলায় চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে রাখা হয় একটি গরু এবং রানারআপ দলের জন্য একটি খাসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট মোঃ হামিদুল হক চৌধুরী হিরু।
খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শেখ তাহা উদ্দিন নাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক মনজু,
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল মতিন মন্ডল,
বগুড়া জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন,বিশিষ্ট শ্রমিক নেতা ও সমাজসেবক মোঃ সেলিম মন্ডল,৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রতন,৯নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি পল্টু শেখ,বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি কোরবান আলী, উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম,বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া,
আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতিবিরোধী সোসাইটির জেলা সভাপতি মোঃ বাবলু জুয়ারদার,
মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের পরিচালক আলহাজ্ব মোঃ মনির উদ্দিন সরকার ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান মিলন,
১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ রাজু প্রামাণিকসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বাবলু মোল্লা, আব্দুর রশিদ, আনোয়ার হোসেন, মহাসিন আলী, আব্দুর রহিম, আবু রায়হান ও ফেরদৌস ইসলাম, আব্দুস সুবাহান, বেলাল মন্ডল, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, প্রমুখ।
অনুষ্ঠানে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ও ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক সুলতান পাশারী উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন লিটন শেখ বাঘা এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু।
আয়োজকরা জানান, এই ফুটবল টুর্নামেন্ট শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়া চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।