বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :সোমবার গাবতলী-শাজাহানপুর উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিকেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই শুভ উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার। কেন্দ্রিয় ছাত্র সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনির সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপি'র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা বাস্তবায়ন করার লক্ষে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের এবং মানুষের কল্যাণে কাজ করবেন। তারেক রহমান দেশের সকলকে নিয়ে একটি স্বনির্ভরশীল দেশ গড়ার পরিকল্পনা করেছেন। তাই দেশবাসী সকলের সহযোগিতার প্রয়োজন। গাবতলী উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এস এম রাঙ্গার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন সৌরভ, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, সদস্য মিজবাউল ইসলাম, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অর্প, গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ডিটল, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজার রহমান মোস্তা, গাবতলী পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাদ রহমান তাসকিন সহ অনিকে। এসময় গাবতলী-শাজাহানপুর উপজেলা বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং জিয়া পরিবারসহ দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।