বগুড়া সংবাদ : রোববার বিকেলে বগুড়ার রানিরহাট- কাহালুর দেওগ্রাম সড়কের মালঞ্চা ইউনিয়ন পরিষদের ঈদগাহ মাঠ সংলগ্নে মোটর সাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাদ্রাসার শিক্ষক আব্দুল মুমিন (৩২) নিহত হন। নিহত আব্দুল মুমিন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের আফজাল হোসেন ফকিরের পুত্র। সে নন্দীগ্রাম উপজেলার মাঝগ্রাম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারি মৌলভী শিক্ষক ছিলেন।