বগুড়া সংবাদ : আগামী ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ খোকন পার্ক থেকে মিছিলটি বের হয়। এরপর ইয়াকুবিয়া মোড় হয়ে শহরের সাতমাথা দিয়ে পুলিশ প্লাজার সামনে এসে শেষ হয়।
শুভেচ্ছা মিছিলে অংশ নেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা মহিলা দল নেত্রী তিথি, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সিফাত সরকার প্রমুখ।