
শেরপুর (বগুড়া) সংবাদদাতাঃ
বগুড়া জেলার শেরপুর উপজেলার ১নং কুসুম্বি ইউনিয়নের খিকিন্দা যুব সমাজ উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্নামেন্ট খিকিন্দা স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। ফুটবল খেলা উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল করিম, তিনি বলেন; খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে। খেলাধুলা করলে ছেলে-মেয়েরা মাদক ও স্মার্ট ফোনের প্রতি আসক্ত হযনা। এতে তাদের শরীর ও মন ভালো থাকে। আমরা সব সময় চেষ্টা করব খেলাধুলা করার জন্য। ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী ফয়সাল হোসেন। খেলায় সভাপত্বি করেন কুসুম্বি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ, সহ-সভাপতি হিসেব উপস্থিত ছিলেন; কেল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাছেদ বাদশা, ফুটবল খেলা পরিচালনা করেন গোলাম মোস্তফা। টুর্ণামেন্টে হাজারো র্দকের উপস্থিতি খেলাকে আরও উৎসবমুখর করে তোলে। আয়োজক মুকুল হোসেন ও সাইদুল ইসলাম,জানান, ্এই টুর্ণামেন্টের মাধ্যমে এলাকার যবকরা খেলায় আরও আগ্রহী হয়ে উঠবে এবং সুস্থ সমাজ গঠনে ভুমিকা রাখবে। খেলায় নির্ধারিত সময়ে সোস্যাল অরকার বগুড়া ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে নন্দীগ্রাম ফুটবল একাদশ ক্লাব জয়লাভ করে।