বগুড়া সংবাদ : বুধবার সকালে বগুড়ার কাহালু সিদ্দিকীয়া কামিল মাদরাসা মাঠে (তুরস্ক ভিত্তিক এনজিও) দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে উপজেলার ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির” প্রতিনিধি ডক্টর আলী সেলোন। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাহালু সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, অধ্যাপক মাওঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক মাওঃ লুৎফর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মোমিন, কাহালু মডেল প্রেসক্লাব সভাপতি এম এ কাদের, কাহালু সিদ্দিকীয়া কামিল মাদরাসার ক্কারী মিজানূর রহমান প্রমুখ।