বগুড়া সংবাদ : “প্রযুক্তি ও ক্ষমতায়, কল্যাণ ও ক্ষমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস/২৬ইং উপলক্ষে শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
উক্ত বর্ণাঢ্য র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান আবির, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, এনজিও প্রতিনিধি আব্দুল আলীম, একতা মানব কল্যাণ সংস্থার সভাপতি ফয়সাল রহমান সহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সমাজসেবা অফিসের কর্মচারী ও উপকারভোগীবৃন্দ।
বর্ণাঢ্য র্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ অডিটেরিয়াম হলরুমে আরএসএস পল্লী সমাজসেবা, আরএমসি পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে দুঃস্থ অসহায় ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে এক কালীন অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিন।
উল্লেখ্য যে. অনুষ্ঠানে ৭৬ জনের মাঝে ১৮ লাখ টাকা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।