বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৮টি কেজি স্কুলের শিক্ষর্থীরা প্রত্যেককে একসেট করে বিনামূল্যে সরকার প্রদত্ত নতুন বই হাতে পেল। এতে খুশি হয়েছেন শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েতুর রশীদ ও তিনজন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা স্কুলগুলোর শিক্ষকদের মাঝে নতুন বই বিতরণ করেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ক্যামব্রিজ গোল্ডেন চাইল্ড স্কুল এন্ড সোনাতলা শফিকুল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরা প্রাপ্ত বইগুলো স্ব-স্ব বিদ্যলয়ের শিক্ষার্থীদের মাঝে একযোগে বিতরণ করেন।