বগুড়া সংবাদ : বগুড়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুত তাকওয়া মডেল বালিকা মাদরাসায় আজ সোমবার (২৯ ডিসেম্বর) আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মুরইল আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমীর মাওলানা আব্দুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সম্মানিত অধ্যক্ষ এনামুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ—হাশিম রেজা, সাঈদুর রহমান, ফেরদৌসী, সুরাইয়া আক্তার, আয়েশা সিদ্দিকা, উদরাতুন নেসা জেবিন, জান্নাতি, মীম ইয়ারা, হুজাইফা, আরাফাত, আরিফুল ইসলামসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে প্রতিটি শ্রেণির কৃতী শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল (রেজাল্ট কার্ড) তুলে দেওয়া হয়। এ সময় পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার ও বিশেষ উপহার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদরাসার অধ্যক্ষ এনামুল হাসান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।