বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় ফিউচার ড্রিম ফাউন্ডেশন(এফডিএফ) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ডিসেম্বর শনিবার সন্ধ্যায় আক্কেলপুর রোডস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে ফাউন্ডেশনের সভাপতি ছাইদুল ইসলামের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক সাজ্জাকুল ইসলাম পলাশের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আকাউর রহমান, কোষাধ্যক্ষ ইব্রাহীম আলী, সমাজসেবা সম্পাদক এফএম কামরুল হাসান মিলন, সদস্য আব্দুল লতিফ, মাহফুজুর রহমান, রেবেকা সুলতানা, মোকাদ্দেস আলী, মোহেবুল্লা, নজরুল ইসলাম নুহু, মাছুমা আক্তার, আ.ন.ম মহিদুল ইসলাম প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে পুনরায় ছাইদুল ইসলামকে সভাপতি, মাসুদ পারভেজকে সাধারণ সম্পাদক, আতাউর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও ইব্রাহীম আলীকে কোষাধ্যক্ষ মনোনীত করে আগামী এক বছরের জন্য ১৭সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
#