বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় ট্রেনে কেটে মা রনি বেগম (৩২) ও ছেলে আরাফাত রহমান (৯)-এর মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল গ্রাম মায়ের বাড়ি থেকে রনি বেগম ছেলেটিকে সাথে নিয়ে রেললাইনের পাশ দিয়ে প্রাইভেট পড়ানোর জন্য সোনাতলায় যাচ্ছিলেন। যাবার পথে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া নামক স্থানে পৌঁছিলে ২১ উর্দ্ধগামী পদ্মরাগ ট্রেন সোনাতলা স্টেশন থেকে বোনারপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় ছেলেটি তার মাকে লাইনের পাশ থেকে সড়ে দাঁড়াতে বললে মা ছেলেটিকে নিয়ে রেললাইনের ধারে দাঁড়ালে ট্রেনের নীচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সোনাতলা থানার এসআই শরিফুল ইসলাম ও সোনাতলা স্টেশন মাস্টার আব্দুল মান্নান মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আরাফাত রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে বলে জানা গেছে। কারো কারো ধারণা যে,রনি বেগম ছেলেকে জোড়পূর্বক সাথে নিয়ে আত্মহত্যা করেছে।