
শেরপুর (বগুড়া) সংবাদদাতা ঃ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা আজ ২৮ ডিসেম্বর রবিবার থেকে শুরু হয়েছে। অত্র কেন্দ্রে ইবতেদায়ী ৫ম শ্রেনীতে ৩টি সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ মোট ২৫টি দাখিল মাদরাসার ২০৯ জন ছাত্র-ছাত্রী বৃত্তি¡ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। দাখিল ৮ম শ্রেীনতে ১৮ টি দাখিল মাদরাসার ১০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। দাখিল বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং ইবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় আজ- কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। ২৯ ডিসেম্বর- আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), ৩০ ডিসেম্বর- বাংলা ও ইংরেজি এবং ৩১ ডিসেম্বর- গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় তিন ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রয়েছে। ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায়ও একই তারিখে একই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ শ্রেণিতে প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। মাদ্রাসা কেন্দ্র সুত্রে জানাযায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পাঠ্যবই অনুসারে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী উভয় পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে। এবছরের স্কুল-মাদ্রাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীরা কেবল অনুমোদিত ননপ্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পাশাপাশি সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ রয়েছে।