বগুড়া সংবাদ : ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদীর খুনিদের দ্রুত বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বগুড়া শহরে ৩৬ জুলাই চত্বরে “ভয়েস অব জুলাই বগুড়ার আহবায়ক আজিম উদ্দিনের নেতৃত্বে সমাবেশে সভাপতিত্ব করেন মুয়াজ বিন মোস্তাফিজ । সমাবেশটি সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ আল-সানি।
সমাবেশে বক্তব্য রাখেন সাকিব হাসান, নাজমুল হাসান নেহাল, সেজদা প্রামানিক, মনির সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠস্বর এবং একটি ন্যায়ভিত্তিক ইনসাফের বাংলাদেশ গড়ার সংগ্রামের অগ্রপথিক। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা জাতির জন্য গভীর ক্ষতির কারণ।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন পার হলেও এখনো খুনিদের বিচার নিশ্চিত না হওয়ায় জনগণের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে। অবিলম্বে খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।