বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালোড়া পৌর অটো চার্জার চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৬ডিসেম্বর শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্টিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া উপজেলা শাখার সহসভাপতি আতোয়ার হোসেন, সহসভাপতি পদে আব্দুল মান্নান সাইদুল, সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন(বিনা প্রতিদ্ব›িদ্বতায়), সহসাধারণ সম্পাদক পদে রাব্বি খান (বিনাপ্রতিদ্ব›িদ্বতায়), সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে জাহিদ হোসেন (বিনাপ্রতিদ্ব›িদ্বতায়), সড়ক সম্পাদক-১ পদে আলমগীর হোসেন, সড়ক সম্পাদক-২ পদে রিয়াজ ফকির, ধর্মীয় সম্পাদক পদে মোঃ শাহান(বিনাপ্রতিদ্ব›িদ্বতায়), দপ্তর সম্পাদক পদে আলতাফ আলী(বিনাপ্রতিদ্ব›িদ্বতায়), প্রচার সম্পাদক পদে আব্দুল হাকিম প্রাং(বিনাপ্রতিদ্ব›িদ্বতায়), ক্রীড়া সম্পাদক পদে নাজমুল হক(বিনাপ্রতিদ্বন্দি¦তায়) ও সাংস্কৃতিক সম্পাদক পদে পলাশ চৌধুরী(বিনাপ্রতিদ্ব›িদ্বতায়) নির্বাচিত হয়েছেন। এদিন দুপুর আড়াইটা হতে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার তালোড়া পৌর শাখার সভাপতি তয়েজ উদ্দিন প্রাং। তাকে সহযোগিতা করেন সোহেল রানা ও আশরাফ আলী। নির্বাচনে ১’শ ৪জন ভোটারের মধ্যে ৯৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।