বগুড়া সংবাদ : বগুড়ায় আল আযহার একাডেমীর উদ্যোগে “আল আযহার বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত দু’টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র দু’টি হলো শহরের কলোনীস্থ আইডিয়াল নার্সিং কলেজ ও শাজাহানপুরের সাজাপুর-ফুলতলা মাদ্রাসা। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) মোমিনুর রহমান, শাজাহাপুরের এটিও আব্দুল ওয়াহেদ, আল আযহার একাডেমীর চেয়ারম্যান সেলিম রেজা, ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, পরিচালক হারুনার রশিদ, আলাউদ্দিন সরকার, জুলফিকার আলী বাবু, মনজুর হোসেন ও শামিম রেজা। এবারের বৃত্তি পরীক্ষায় ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৪৩১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।