বগুড়া সংবাদ : বগুড়ার ছাত্র কল্যাণে কাজ করে যাওয়া সংগঠন বগুড়া স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার বগুড়া শহরের ২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলা পরীক্ষায় বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা পরিদর্শন করেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, সাদ্দাম হোসেন শিশির, জাকির হোসেন সেলিম, আবু বক্কর সিদ্দিক, মহাপরিচালক হাবিবুল্লাহ খন্দকার, পরিচালক শফিকুল ইসলাম, পরীক্ষক সজিবুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর রহমান, সাবেক মহাপরিচালক বৃন্দ।