বগুড়া সংবাদ ( রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাংনগর এএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্লাটিনাম জুবিলি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বিদ্যালয় ক্যাম্পাসজুড়ে সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনের আহ্বায়ক ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রাশেদ হায়দার আপেল। তার নেতৃত্বে প্লাটিনাম জুবিলি উদযাপন পরিষদ পুরো অনুষ্ঠানের প্রস্তুতি ও সমন্বয়ের দায়িত্ব পালন করে।
অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আকন্দের সভাপতিত্বে প্লাটিনাম জুবিলির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইন্সটিটিউট- এর অবসরপ্রাপ্ত মহাপরিচালক ডাঃ কাজী মোহাম্মদ ইমদাদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক পরিচালক বেনজির আহমেদ, রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জাহানারা আক্তার বানু, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিস্টেম এনালিস্ট মোফাখখরুল ইসলাম, সোনাতলা পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী আহসানুল হাবিব, সৈয়দ আহমেদ আলম, মোংলা বন্দরের সাবেক নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, রুপালী ব্যাংক পিএলসি'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুঈন উদ্দিন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহাদত হোসেন মুন, সোনাতলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুবুল হক, মহাখালী ড্রাগ টেস্টিং ল্যাব আবু বকর সিদ্দিক প্রমুখ।