বগুড়া সংবাদ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মাহাম্মাদ আবু তাহের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি দুপচাঁচিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বগুড়া-৩ আসনের পরিচালক হাফেজ আব্দুর নূর, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলী, আদমদীঘি উপজেলা জামায়াতের আমির আতাউর রহমান, সাবেক আমির মুনছুর আলীসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র উত্তোলনের পূর্বে তিনি গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের নিকট আনুষ্ঠানিকভাবে জমা দেন।