বগুড়া সংবাদ : বগুড়া শহর ছাত্রদলের আওতাধীন ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ তানভীর হাসান। অবমূল্যায়ন ও উপেক্ষার অভিযোগ এনে তিনি স্বইচ্ছায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
গত ২২ ডিসেম্বর বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন–এর স্বাক্ষরে গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে তানভীর হাসানকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়।
পদত্যাগের বিষয়ে তানভীর হাসান বলেন,
তিনি একজন দুঃসময়ের ছাত্রদলের কর্মী হিসেবে ২০২৩ সালের বিএনপি ঘোষিত হরতাল ও অবরোধ কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করেছেন এবং ২০২৪ সালের স্বৈরাচার পতনের আন্দোলনের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী (রিগ্যান) ও ছাত্রদল নেতা নাসিরুজ্জামান মামুনের সঙ্গে রাজনীতি করার কারণে তাকে দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তানভীর হাসান আরও বলেন,
“আমি পদ চাইনি, চেয়েছি শুধু সম্মান ও ন্যায্য মূল্যায়ন। যখন আত্মসম্মান প্রশ্নবিদ্ধ হয়, তখন পদ আঁকড়ে থাকা সম্ভব নয়।”
তবে পদত্যাগ করলেও সংগঠন থেকে দূরে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট করেন তিনি।
তিনি বলেন,
“ছাত্রদল আমার ভালোবাসা, ছাত্রদল আমার আবেগ। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, দেশনায়ক জনাব তারেক রহমান আগামী দিনে যে কর্মসূচি ঘোষণা করবেন, ইনশাআল্লাহ প্রতিটিতে আমি রাজপথে উপস্থিত থাকব।”
এ বিষয়ে ছাত্রদল নেতা নাসিরুজ্জামান মামুন বলেন,
“তানভীর শুধু একটি নাম নয়, সে একজন রাজপথের পরীক্ষিত সৈনিক। সে সবসময় নিজের জীবন বাজি রেখে আন্দোলন–সংগ্রামে সামনে থেকেছে। ভয়, হুমকি বা দমন-পীড়ন তাকে কোনোদিন দমাতে পারেনি। এমন কর্মীরা পদে নয়, ত্যাগে বড় হয়।”
স্থানীয় রাজনৈতিক মহলে তানভীর হাসানের পদত্যাগ নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মীর প্রতি এমন অবমূল্যায়ন ছাত্ররাজনীতিতে নেতিবাচক বার্তা দিতে পারে।