বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়া শিবগঞ্জ নাগরবন্দর হাট যুবসমাজের উদ্যেগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২১ ডিসেম্বর) সন্ধায় চৌধুরী আদর্শ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব সাধারণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ আব্দুল করিম, উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম,বিএনবি নেতা একেএম ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি প্রমৃখ। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী খায়রুল ইসলাম, নজরুল ইসলাম, শিবগঞ্জ হাট যুব সমাজের সদস্য মাহমুদুল হাসান, জামিল, মুকুল ইসলাম, লিয়ন সরকার, সেলিম শেখ, দুলাল, রব্বানী প্রমুখ।