বগুড়া সংবাদ : বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডে সম্প্রতি ছাত্র দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি থেকে শুরু করে সহ-সভাপতি, সাধারণ ও যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক, আইন, মিডিয়া, তথ্য ও গবেষণা, শিক্ষা ও পাঠচক্র, অর্থ ও ধর্ম বিষয়ক সম্পাদক এবং সাধারণ সদস্যরা স্থান পেয়েছেন।
নির্বাহী পদধারীরা: সভাপতি: শয়ন খন্দকার সিনিয়র সহ-সভাপতি: সাইফুল ইসলাম সহ-সভাপতি: রাব্বি, রকি, নাঈম, শিপন আহম্মেদ, ফজলে রাব্বি, আব্দুস সালাম, রাবিক, রাসেল, লিমন, আশিক
সাধারণ ও যুগ্ম সম্পাদক: সাধারণ সম্পাদক: ইলিয়াস হোসেন
সিনিয়র যুগ্ম সম্পাদক: মেহেদী হাসান যুগ্ম সাধারণ সম্পাদক: মাহিন, তৌফিক হাসান, আল হাসান জাবিত ‘সাফিত’, জাহিদ হাসান, শিহাব হাসান, মইনুল ইসলাম মিশু, সানছিদ হাসান আকাশ, রাসেল ২, মেহেদী, মুরাদ, আদিব খন্দকার, লিমন ২, আরিফ, ছাব্বির হাসান অনিক যুগ্ন সাধারণ সম্পাদক: ছাব্বির
সহ-সাধারণ সম্পাদক: ইব্রাহীম, আবু হানিফ, রাহুল ইসলাম, রিমন, মিশু সরকার সাংগঠনিক সম্পাদকগণ: মোহন, ফারহাদ ইসলাম, শিহাব হাসান মুন্না, রিপন রহমান, রিয়াজুল ইসলাম রিয়াদ, তামিম, জিসান হাসান নাবিল, আবু সাইদ দপ্তর-সম্পাদক ও সহ-সম্পাদক: মনিরুল প্রচার ও ক্রীড়া বিষয়ক সম্পাদকগণ: প্রচার সম্পাদক: এস এম জিসানএসহ প্রচার সম্পাদক: সামিউলনাক্রীড়া সম্পাদক: নাঈম সরকার সহ ক্রীড়া সম্পাদক: মোমিন ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকগণ: জীবন, রায়হান খান সহ সাংস্কৃতিক সম্পাদক: রেজাউল করিম আইন সম্পাদকগণ: নাজমুল ইসলাম লায়ন সহ আইন সম্পাদক: মনির তথ্য ও গবেষণা সম্পাদকগণ: সরন প্রামাকি সহ তথ্য ও গবেষণা সম্পাদক: শাকিন
শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: পায়েল
অর্থ ও ধর্ম বিষয়ক সম্পাদকগণ:
অর্থ সম্পাদক: আবিদুর রহমান
সহ অর্থ সম্পাদক: আহাদ
ধর্ম বিষয়ক সম্পাদক: সিফাত
সহ ধর্ম বিষয়ক সম্পাদক: সালমান
মিডিয়া ও সমাজ সেবা সম্পাদকগণ:
মিডিয়া সম্পাদক: শ্যামল
সহ মিডিয়া সম্পাদক: সৌরভ
সমাজ সেবা সম্পাদক: –
সদস্যরা: ফারহান ২, আরিফুল ইসলাম আরিফ, ফারহাদ ২, আতিকুল ইসলাম, সবুজ মিয়া, রব্বানী, আলিফ, রাকিব, রবিন খান
নতুন কমিটি শিক্ষার্থী ও যুব সমাজের মধ্যে ছাত্র দলের কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে।